কাজীটুলায় মহিলা দলের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৭:২৮:১৮ অপরাহ্ন

বিএনপির ৩১ দফা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে লিফলেট বিতরণ করেছে মহিলা দল। বৃহস্পতিবার নগরীর কাজীটুলায় লিফলেট বিতরণ করেন মহিলা কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সায়মা বেগম, রিয়া আক্তার, তাহেরা বেগম, নাসরীন আক্তার, শাম্মী বেগম ও শিল্পী বেগম প্রমুখ।
এ সময় সামিয়া চৌধুরী বলেন, বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করেছে। পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রণয়ন করেছে। তিনি আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধানের শীষে ভোট দিয়ে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দেয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি







