বড়লেখায় ২৭ লক্ষাধিক টাকার ইয়াবাসহ ১ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৬:১৫:২৪ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখার সীমান্তবর্তী এলাকায় ক্রয়-বিক্রয়কালে ২৭ লক্ষাধিক টাকার ৯১৪৪ পিস ইয়াবার চালান জব্দ ও প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯ (শ্রীমঙ্গল) এর একটি আভিযানিক দল। র্যাবের পুলিশ পরিদর্শক হাওলাদার মো. রফিকুল ইসলামের নেতেৃত্বে থানা পুলিশের সহায়তায় সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামের রুনু মিয়ার বাড়িতে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার মাদক কারবারি বোবারথল পেকুছড়া গ্রামের মতিউর রহমান মতিনের ছেলে। এ ব্যাপারে র্যাবের ইন্সপেক্টর হাওলাদার মো. রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় মামলা করেছেন। দুপুরে গ্রেফতার আসামি দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
র্যাব-৯ (শ্রীমঙ্গল) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়লেখার সীমান্তবর্তী বোবারথল এলাকায় ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের-৯ (শ্রীমঙ্গল) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহার দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক হাওলাদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযানে নামে। সোমবার মধ্যরাত থেকে সোয়ারারতল গ্রামের রুনু মিয়ার বাড়ি ঘিরে রাখে র্যাবের আভিযানিক দলটি। ভোর রাতে দেলোয়ার হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে ঘর তল্লাশি চালিয়ে ৪৫ প্যাকেটে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে যায়।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, মঙ্গলবার সকালে র্যাব-৯ (শ্রীমঙ্গল) এর ইন্সপেক্টর গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।





