কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৬:৩৯:২৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এলডিডিপির সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারি সার্জন মো. আব্দুর রহিম।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেন, উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এ এন এম আলম, সাংবাদিক নাজমুল বারী সোহেল, এলএসপি ফখরুল আমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আদনান প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল জানান, প্রদর্শনীতে বিভিন্ন প্রাণিসম্পদ খাতের মোট ৩০টি স্টল অংশগ্রহণ করেছে।





