শাবির জিইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৯:৩২ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় বিভাগের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সদস্যদের কাছে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এছাড়া দেশের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন সদস্য অনলাইনে যুক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
এসময় প্রধান নিবাচন কমিশনার ড. মো. কামরুল ইসলাম বলেন, বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকেই আমার লক্ষ্য ছিল একটি সুসংগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা। আজ সেই দীর্ঘদিনের ইচ্ছার বাস্তবায়ন হয়েছে। আশাকরি এই প্ল্যাটফর্ম প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে এবং বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি জি. এম. নূরনবী আজাদ জুয়েল বলেন, অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য গর্বের। আমরা প্রাক্তন শিক্ষার্থীদের সংযুক্ত করে তাদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের কাজে লাগাব। তিনি আরও বলেন, সেমিনার, কর্মশালা ও গবেষণা সহযোগিতার মাধ্যমে অ্যাসোসিয়েশনকে সক্রিয় এবং কার্যকর করতে চাই।
এর আগে গত ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন জি. এম. নূরনবী আজাদ জুয়েল ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. মো. নাজমুল হাসান ও মো. ইলিয়াস হুসাইন ভূইয়া, কোষাধ্যক্ষ মো.হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আল ফারুক ও মো. আশিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবিদুর রহমান আনাম ও মুশফিক আহমেদ জিদান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো: সরোয়ার আলম পারভেজ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান দৃষ্টি ও তাহমিদা আক্তার। এছাড়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউশা আরাফ, আন্তর্জাতিক সম্পাদক ইউরোপ অঞ্চলে মো. ফখরুল ইসলাম ফারুক এবং আমেরিকা ও কানাডা অঞ্চলে মো: ফাহমিদ হোসেন ভূঞাঁ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক হয়েছেন সাহরিয়ার আদিল, সংস্কৃতি সম্পাদক জেড. এম. তৌহিদুল ইসলাম শিজান, ক্রীড়া সম্পাদক এ. কে. এম. শাহিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক তৌফিক আলম এবং নিবাহী সদস্য হিসেবে আফরোজা পারভীন, মাকসুম রাব্বি ও মুহাম্মদ ইনজামুল হক।




