জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০:৪৬ অপরাহ্ন
সন্ধ্যায় ভাষণ দেবেন সিইসি, রাষ্ট্রপতির সাথে সাক্ষাত

জালালাবাদ রিপোর্ট : প্রতীক্ষার প্রহর গোনা শেষ হতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট কবে হবে, সেই তারিখ জানা যাবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করবেন। তার ভাষণ রেকর্ড করতে বুধবার বিকেলে নির্বাচন ভবনে উপস্থিত হন বেতার ও বিটিভির কর্মীরা। বিকেল ৪টার একটু পরে তাঁর ভাষণ রেকর্ড করা হয়। ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। আজ কেবল এই রেকর্ডকৃত ভাষণেই তফসিল ঘোষণা করা হবে।
বুধবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এর আগে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সাক্ষাৎকালে সিইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট- এই দুটো বিষয়ে কীভাবে করা হবে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কীভাবে একজন ভোটারকে দেওয়া হবে, গণনার পদ্ধতি ও মক ভোটিংয়ে (নমুনা ভোট) তিনি নিজে কতটুকু সময় নিয়েছিলেন- এসব বিস্তারিত জানতে চেয়েছেন। কমিশন বিস্তারিত জানানোর পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি অত্যন্ত মন দিয়ে যেটা জেনেছেন সেটা হচ্ছে ‘আউট অফ কান্ট্রি ভোটিং’ (বিদেশে ভোটদান) এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’। এই পদ্ধতিগত বিন্যাস ও প্রযুক্তিগত বিষয়গুলো যে স্থানীয় এক্সপার্টস দিয়ে করা হচ্ছে- তা শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।
এ সময়ে সিইসির সঙ্গে ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সংশ্লিষ্ট সূত্র বলছে, সব ঠিক থাকলে ভোট অনুষ্ঠিত হতে পারে ১২ ফেব্রুয়ারি। দিনটি বৃহস্পতিবার। ভোট গ্রহণের পর ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশ্রামের প্রয়োজন হয়। ভোটের পরের দুই দিন সরকারি ছুটি থাকায় তাঁরা সেই সুযোগ পাবেন। এ জন্য ১২ ফেব্রুয়ারিকে ভোটের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এদিকে, আসন বিন্যাস সংক্রান্ত আপিল বিভাগের রায়ের কারণে তফসিলে কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নে ইসি সচিব বলেন, আমার মনে হয় না। কারণ, আমরা এখনও আদালত থেকে কোনো অর্ডার পাইনি। আমাদের হাতে এসে পৌঁছেনি। যেটা আমরা পাইনি, তা নিয়ে কথা না বলা ভালো।
ইসি আগেই জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।ভোটের ট্রেন এখন প্ল্যাটফর্মে, শুধু হুইসেলের অপেক্ষা। তফসিলের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হবে। এখন সবার নজর ইসির দিকে।





