লিডিং ইউনিভার্সিটিতে পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:২৯:৫৬ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।পোস্টার প্রেজেন্টেশন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে উল্লেখ করে এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন দেখে আমি মুগ্ধ। ভবিষ্যতেও এ ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য তিনি শিক্ষকদের পরামর্শ দেন যাতে পরবর্তী শিক্ষার্থীদের এতে উৎসাহ পায়।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাম্মী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাধীনভাবে সৃজনশীলতার মাধ্যমে সমাজকে সম্পৃক্ত করতে শিখে, ফলে তাদের গবেষণা দক্ষতার বিকাশ ঘটে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাকিব আহমেদ নয়ন এবং মো. নাফিজুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং লিডিং ইউনিভার্সিটি ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





