শাবির নতুন ইনস্টিটিউট আইআইআর
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইআইআর) চালু করা হয়েছে। নতুন এই ইনিস্টিটিউট চালুর ফলে সারাদেশসহ বিশেষ করে সিলেট অঞ্চলের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকসহ শিক্ষার্থীরাও ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ও মাস্টার অব এডুকেশন (এমএড) ডিগ্রি সহজেই নিতে পারবেন। প্রফেশনাল এই ডিগ্রি থাকলে বিশেষ করে শিক্ষকরা পদোন্নতি ও বেতন স্কেলে বাড়তি সুবিধা পান।
জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইআইআর) চালুর অনুমোদন দেয় সিন্ডিকেট। ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক ড. নজরুল ইসলাম। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে কার্যক্রম শুরু করেছে নতুন এই ইনস্টিটিউটটি। গত ৮ ডিসেম্বর ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ও মাস্টার অব এডুকেশন (এমএড) কোর্সে প্রথম ব্যাচে ৫০টি আসনে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএড ও এমএড কোর্সটি দুই সেমিস্টার অর্থাৎ ১ বছর মেয়াদী। প্রতি শুক্র ও শনিবার ক্লঅস অনুষ্ঠিত হবে। উভয় কোর্সের ফি প্রতি সেমিস্টারে নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ও রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা। বিএড কোর্সে ভর্তি হতে হলে নূন্যতম স্নাতক ডিগ্রি ও এমএড কোর্সে ভর্তি হতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএড কোর্স সম্পন্ন থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি । মাধ্যমিক শ্রেণির বাংলা, ইংরেজি, অংক ও শিক্ষা সংশ্লিষ্ট সাধারণ জ্ঞানের উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নিম্নোক্ত ০১৬৭২৭৭৮৩৬৭ ও ০১৭২৩৬৬৭৭৬০ নম্বরে (সকাল ৯টা-বিকেল ৫টা) কল করে জানা যাবে।





