অর্থনীতিকে ত্বরান্বিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : বিডা চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:৩৯:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, পূর্ববর্তী প্রজন্মের মতো একই ইনপুট দিলে একই আউটপুটই আসবে, এটি স্বাভাবিক। তাই নতুন প্রজন্মকে ভিন্নভাবে ভাবতে হবে, নতুন কিছু সৃষ্টি করতে হবে। তিনি বুধবার (১০ ডিসেম্বর) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ‘বিনিয়োগ আকর্ষণে জ্ঞানভিত্তিক ইকোসিস্টেম: পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আমাদের সমাজে স্বাভাবিকতার বাইরে কিছু করতে চাইলে অনেক সময় নিরুৎসাহিত করা হয়, এই প্রবণতা বদলাতে হবে। পূর্বের প্রজন্ম ইন্টারনেট সুবিধা পায়নি, কিন্তু বর্তমান প্রজন্ম সেই সুযোগ পাচ্ছে, সুতরাং এখনই ভিন্নভাবে চিন্তা করার সময়। বিশ্ববিদ্যালয়কে তার অ্যালামনাই নেটওয়ার্ক আরও শক্তিশালী ও সক্রিয় করতে হবে।
শাবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর ভার্চুয়ালি সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি নাসের ইবনে আফজালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন। কো-অর্ডিনেটর হিসেবে বক্তব্য রাখেন স্কুল অফ ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহিদুল হক। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা এই সেশন থেকে উপকৃত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে বিডা চেয়ারম্যানের সহযোগিতা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, বিশ্বায়নের এই যুগে প্রতিটি গ্র্যাজুয়েটকে ভালো ফলাফলের পাশাপাশি নিজেকে সিক্ল করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, একাডেমিক ও ইন্ডাস্ট্রির সুদৃঢ় যোগসূত্রের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। আমাদের কাজ হবে দেশের কল্যাণে ভূমিকা রাখা। শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে চলবে না, আমাদেরকে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।





