শাবিতে বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৮:৪০:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।। আগামী ১৬ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং ভবনের গ্রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন ও বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. দিলারা রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৬ ডিসেম্বর সকাল সোয়া ৯টায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে পারবে। চারটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপে ০-২য় শ্রেণি, খ গ্রুপে ৩য়-৫ম শ্রেণি, গ গ্রুপে ৬ষ্ঠ-৮ম শ্রেণি ও ঘ গ্রুপে ৯ম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগীদের নিজ নিজ পেন্সিল ও কালার বক্স নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তবে আর্ট পেপার কর্তৃপক্ষ সরবরাহ করবে।




