যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ঢাকার আসামি সিলেটে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৯:০১:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার সাভারের একটি মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক এক ব্যক্তিকে সিলেটে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-৯ এবং র্যাব-১ এর যৌথ দল। বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিশ্বনাথ থানাধীন খাজান্সি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ সিলেট সদর কোম্পানি ও র্যাব-১ গাজীপুরের সমন্বিত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের নাম মো. মাসুক মিয়া (৫৭)। তিনি ঢাকা জেলার সাভার থানার দক্ষিণ কাঞ্চনপুর এলাকার মো. আব্দুর রউফের ছেলে। ঢাকার সাভার থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত এবং মামলাটিতে তাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





