সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশী নিহত
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৬:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : কোম্পানীগঞ্জ সীমান্তে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের মোঃ আজমান আলীর ছেলে ইয়াকুব উদ্দিন (৩০)।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে লাকড়ি আনতে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে আশিকুর মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তার লাশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। একই সময়ে ভারতের দমদমা সীমান্তের কাছাকাছি ভারতের রাদন এলাকায় ইয়াকুব উদ্দিন (৩০) গুলি করে হত্যা করে খাসিয়ারা।
সূত্র জানায়, নিহত মোশাঈদের লাশ ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। ওই ক্যাম্পের বিএসএফ ফোন করে বিজিবিকে মোবাইল ফোনে জানায়, তোমাদের এক লোক মারা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে বলেন, সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আশিকুরের লাশ সঙ্গীয়রা বাংলাদেশে এনেছেন। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আর ইয়াকুবের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি লাশটি পুলিশের কাছে হস্তান্তর করে।
সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল ইসলাম বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন নিহতের খবর শুনেছি। তারা চোরাকারবারি এবং সুপারি চুরি করতে ভারতে গিয়েছিল। এদের মধ্যে একজনের মরদেহ প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আর ইয়াকুবের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি লাশটি পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে দুটি মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।





