জৈন্তায় অবৈধ মাটি পরিবহনের দায়ে জরিমানা ও দন্ড
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:০৭:০৫ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশের পর পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিকারখাঁ হাওর এলাকায় ভোররাতে জৈন্তাপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধ মাটি পরিবহনের অপরাধে ট্রাক চালককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেবের নেতৃত্বে শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় কাটার সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে অপরাধীরা পালিয়ে যায়। তবে অন্য একটি স্থানে থেকে অবৈধভাবে মাটি পরিবহনের সময় চালককে হাতেনাতে আটক করা হয়। পূর্বে একাধিকবার সতর্ক করার পরও আইন অমান্য করায় তাকে দন্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে যাতে টিলা কেটে মাটি বিক্রি করার অভিযোক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবৈধভাবে পাহাড়, বালু বা মাটি কাটার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সে যত প্রভাবশালীই হোক। তিনি আরো বলেন, যেখানে অপরাধ সংঘটিত হয় সেখানে জনপ্রতিনিধি বা মুরব্বিরা প্রাথমিক দায়িত্ব পালন করলে আমাদের কাজ অনেক সহজ হত।


