জৈন্তাকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৮:১০:৪৬ অপরাহ্ন
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, আধুনিক শিক্ষায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বহুমুখী। বেগম জিয়ার হাত ধরে বাংলাদেশে আধুনিক শিক্ষার বিল্পব ঘটে। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা, ‘শিক্ষা-উপবৃত্তির’ প্রচলন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটান, যা মেয়েদের উচ্চশিক্ষা ও ক্ষমতায়নের ব্যাপক সুযোগ তৈরী করে। আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তাপুর একটি প্রাচীন জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর এই এলাকাকে নতুন রূপে সাজাতে হবে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন।
পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তেয়াজ আলী, মুক্তিযোদ্ধাদলের সভাপতি হারুনুর রশীদ সরকার, শ্রমিকদের সভাপতি আব্দুর রব, দরবস্ত ইউনিয়ের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস উদ্দিন লিপু, নিজপাট ইউনিয়নেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি পয়কি মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি লালা মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিবুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আতিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি





