গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে সিলেট বেতারে নানা আয়োজন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৮:২০:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: গণভোট বিষয়ক ধারণা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান নির্মাণ করে নিয়মিতভাবে প্রচার করা হচ্ছে। এসবের মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণামূলক গান, জারিগান, জিঙ্গেল, স্পট ড্রামা, নাটিকা, সাক্ষাৎকার, ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা, আচরনবিধি নিয়ে শ্লোগান।
এসব অনুষ্ঠানমালা অত্র কেন্দ্রের এ.এম ও এফ.এম ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের মোবাইল এ্যাপসে নিয়মিতভাবে প্রচার করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের নিজস্ব ফেইসবুক পেইজে ও ইউটিউভ চ্যানেলে আপলোড করা হচ্ছে।





