মাধবপুরে ট্রাকের ধাক্কায় চা শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৮:০৩:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী মিনি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হন। বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শশী সবর (৬৫) মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর ডিভিশনের মৃত শম্ভু সবরের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার তেলিয়াপাড়ার হৃদয় মিয়া (২৫), একই এলাকার সন্তোষ সবর (২৫), দিলীপ সবর (২৮), শাহপুর গ্রামের ফজলু মিয়া (৫০) ও বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের মঞ্জিল মিয়া (৪০)। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে।