সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেলো আরো ২ জনের
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৭:০৭:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কে দূর্ঘটনায় ফের দুইজন নিহত হয়েছেন। ডেঞ্জারজোন হিসেবে পরিণত হয়েছে মহাসড়কটি। গত তিনদিনে শুধু এই সড়কেই প্রাণ গেলো ৫ জনের।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের নোয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে মালবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা রহমত উল্লাহ (৫০) নিহত হয়েছেন। তিনি চুনারুঘাট উপজেলার তাউসী গ্রামের মৃত ছামির উদ্দিনের ছেলে ও হাঁস খামারি।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল রাজ্জাক জানান, ঘন কুশায়ার মধ্যে নোয়াপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিলো। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে রহমত উল্লাহ মারা যান। পুলিশ দুটি গাড়ি জব্দ করেছে। মরদেহের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে একই দিন ভোরে আজমিরীগঞ্জ উপজেলার পাচাইক্কা এলাকায় গাড়িচাপায় সুখেল মিয়া ছায়েদ (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের নিহত হন। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলল গ্রামের নুর উদ্দিন মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী জানান, ছায়েদ মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। বাড়ির পাশে বিভিন্ন জায়গায় একা একা ঘুরে বেড়াতেন তিনি। ভোর রাতে পাচাইক্কায় কোনো একটি গাড়ি ছায়েদকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে। সকালে পথচারীরা রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।