কোম্পানীগঞ্জে বিএসটিআই’র অভিযান
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৮:২৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই সিলেট অফিস। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিনের নেতৃত্বে এই অভিযান চালায় তারা। এসময় থানাবাজারে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্রিম (গৌরি, চাঁদনী, ডিউ ও হোয়াইট পার্ল) বাজারজাত করার অপরাধে মিতালি লাইব্রেরি এন্ড কনফেকশনারিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন ব্রান্ডের ২১ পিস নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়। বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা সুমন সাহা এবং মো.ইয়াছির আরাফাত এতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।