দিরাইয়ে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ৭:২৯:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ফার্মেসি ব্যবসায়ীর মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিরাই পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম চৌধুরী (৩৫) শাল্লা উপজেলার শাল্লা গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে।
জানা যায়, রাত ৯টার দিকে মাহবুব চৌধুরী নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত মাহবুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা দেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে এখনো জানা যায়নি। আমরা কারণ উদঘাটনে কাজ করছি।