শাল্লায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৪, ৭:০২:৩১ অপরাহ্ন

শাল্লা সংবাদদাতা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করা হয়েছে। গত ২২ অক্টোবর মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে একটি নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান, পুরাতন ভবন নিলাম ও সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে একটি ভিডিও পেয়েছি। তিনি বলেন, আপনারা কোন আপোষ-মীমাংসায় যাবেন না। আপনারা তদন্তের সময় উপস্থিত থাকবেন। বিষয়টি সুস্পষ্টভাবে দেখার জন্য বলে দেওয়া হয়েছে।





