ডিবির পৃথক অভিযানে ১৪৫ বস্তা চোরাই চিনিসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৯:০৫:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পৃথক অভিযানে ১৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরের খাসদবির এবং ভোরে উপশহর এলাকা থেকে এসব চিনিসহ তাদের আটক করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরের এয়াপোর্ট থানাধীন খাসদবির এলাকা থেকে ১০৫ বস্তা (৫২৫০ কেজি) চিনি জব্দ করে। যার বাজারমূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা। এসময় ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- গোয়াইনঘাট উপজেলার পাতনী (রুস্তমপুর) গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে মো. রুবেল আহমদ (২০) ও একই উপজেলার বিছনাকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪)। বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার ভোরে নগরীর শাহপরান উপশহর আবাসিক এলাকার প্রবেশমুখ থেকে চোরাই চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করে গোয়েন্দা পুলিশ। এসময় ট্রাক থেকে ৪০ বস্তা ভর্তি ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করা হয়। যার বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
আটককৃতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার তুরগ্রামের মো. কলিম উল্লাহের ছেলে আলী আহমদ (৩৯) ও জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি গ্রামের আবদুল মালিকের ছেলে জামিল আহমদ (২৩)।
আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।