করিমগঞ্জ এখন ‘শ্রীভূমি’
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৯:৫০:০৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের বিজেপি সরকার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে নতুন নাম রাখা হয়েছে ‘শ্রীভূমি’। ১৯ নভেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক সাংবাদিক বৈঠকে এ ঘোষণা দেন।
মুখ্যমন্ত্রী জানিয়ে বলেন, ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’ হিসেবে বর্ণনা করেছিলেন। আজ আমরা জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে গর্বিত। করিমগঞ্জ জেলা, যা বাংলাভাষী জনগণের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত, বর্তমানে মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ এলাকা। আসামের কাছাড় এবং হাইলকান্দি জেলা বাংলাভাষীদের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।১৯৭৮ সালে ব্রিটিশ শাসনামলে করিমগঞ্জ জেলা ছিল বর্তমান বাংলাদেশের সিলেট বিভাগের একটি উপবিভাগ। ১৯৯৩ সালে এটি পূর্ণ জেলা হিসেবে গঠন করা হয়। এর আগেও, ভারতের কেন্দ্রীয় সরকার পোর্ট ব্লেয়ার শহরের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখার ঘোষণা দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, এই পদক্ষেপের মাধ্যমে ঔপনিবেশিক শাসনের চিহ্ন মুছে ফেলার লক্ষ্য নেয়া হয়েছে।