চালিবন্দরে গোডাউনে আগুন ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৭:৫৯:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চালিবন্দর এলাকায় গোডাউনে আগুন লেগে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে চালিবন্দরের একটি প্লাস্টিকের বস্তার গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস তালতলা ও আলমপুরের ৫টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই সময়ে প্লাস্টিকের বস্তার গোদামটি পুরোপুরি পুড়ে যায়। পার্শ্ববর্তী সাইকেলের পার্টস ও ক্রোকারিজের দোকানের কিছু মালামালও পুড়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস তালতলার ওয়্যারহাউজ ইন্সপেক্টর-৪ টিটব সিকদার বলেন, সকালের দিকে আগুন লাগার খবর পাওয়া মাত্র আমরা সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করি। পানির সুবিধা না থাকায় আমাদেরকে আগুন নেভাবে বেশ বেগ পেতে হয়েছে। বাধ্য হয়ে ড্রেনের ময়লা পানি ব্যবহার করে ৫টি ইউনিট ৩ ঘন্টায় আগুন নেভাতে সক্ষম হই। এতে কেউ হতাহত না হলেও প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৪৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি।