শাবিতে ৫ম ধাপের ভর্তি কাল মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৯:২৫:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পঞ্চম ধাপের ভর্তি শুরু হচ্ছে মঙ্গলবার (২৬ নভেম্বর)। রোববার শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যেসব শিক্ষার্থী পঞ্চম পর্যায়ে জিএসটি ওয়েবসাইটে ৫ হাজার টাকা জমা দিয়ে শাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন অথবা অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনে শাবিপ্রবিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তাদের আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সশরীরে উপস্থিতি হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময় কোনো শিক্ষার্থী উপস্থিত হতে না পারলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
তিনি আরও জানান, যে সব শিক্ষার্থী প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন, তাদের চূড়ান্ত ভর্তি বাবদ ১৩ হাজার, এসএসসি ও এইচএসসি মূল মার্কশিট নিয়ে আসতে হবে। এছাড়া শিক্ষার্থীদের ব্লাড গ্রুপের প্রমাণপত্র হিসেবে ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গ নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদেরও সংশ্লিষ্ট কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।
এছাড়া পঞ্চম পর্যায়ে যে সব শিক্ষার্থী মাইগ্রেশন হয়ে অন্য বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তির প্রমাণসহ সশরীরে উপস্থিত হয়ে নতুন বিভাগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।