লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৭:০৬:৫৪ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটিতে ৩য়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪। তিনদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০-২২ ডিসেম্বর ২০২৪। ২২ ডিসেম্বর নগরীর একটি অভিজাত কনভেনশন হল সেন্টারে সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হবে এবারের সম্মেলন। ‘সবুজ পর্যটন: সমৃদ্ধি ও পরিবেশগত সংরক্ষণের সমন্বয়‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮টি কমিটিতে আন্তর্জাতিক ও বাংলাদেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ এবং স্কুলের ৪০০ এর অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন এবারের সম্মেলনে।
এবারের সম্মেলনের ৮টি কমিটি হচ্ছে, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাষ্টিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কমিটি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস এনটিটি ফর জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব উইমেন, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ এফেয়ার্স এবং ইউনাইটেড নেশনস নিউজ এজেন্সি। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির বুথে অথবা অনলাইনে ইভেন্টের মাধ্যমে প্রতিনিধি রেজিষ্ট্রেশনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। বিজ্ঞপ্তি