বিয়ানীবাজারে নবাগত ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৮:১৯:৪৩ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না উপস্থিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন, আমি আমার সাধ্যানুযায়ী সরকারের নিয়মনীতি অনুসরণ করে এ উপজেলার সকল কল্যাণে কাজ করার চেষ্টা করবো। এসময় তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় আগত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপজেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। এগুলো নিরসনের বর্তমান নবাগত ইউএনওকে কাজ করার অনুরোধ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুহাম্মদ মনিরুল হক সহ উপজলা প্রশাসনের কর্মকতা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, তিলপারা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল খয়ের, উপজেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিন, জামায়াতের সহকারি সেক্রেটারি মোঃ রুকন উদ্দিন, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়সাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ।