সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৯:২৪:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ও বিশ^নাথ-জগন্নাথপুর সড়কে পৃথক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুজি বেগম (২৪)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারাবাজার মঈনপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়ী ছাতকের দোলারাবাজার মঈনপুরে যাচ্ছিলেন মোহাম্মদ। পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মোল্লারগাঁও গ্রামে পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ নারী। আহত হন স্বামীও। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
এদিকে সন্ধ্যা ৮টার দিকে বিশ^নাথ-জগন্নাথপুর সড়কের পীরের বাজারে বাসচাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জালাল মিয়া (৫০)। তিনি বিশ^নাথের দশঘরের ফুল মিয়ার পুত্র। সোমবার সন্ধ্যা ৮টার দিকে জগন্নাথপুর থেকে আসা সিলেটগামী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন বিশ^নাথ থানার ওসি রুবেল মিয়া।