সিলেটেও বাড়ছে ডেঙ্গু
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:১০:৩৩ অপরাহ্ন
২ মাসে রোগী বেড়েছে ৪ গুণের বেশী
স্টাফ রিপোর্টার: সিলেটেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়ছে এ জীবাণু। ফলে নিরাময় কেন্দ্রগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সিলেট বিভাগে শুধু নভেম্বর মাসে শনাক্ত হয়েছেন ১৩৪ জন ডেঙ্গু রোগী। সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়েছিলেন ২৭ জন। বর্তমানে রোববার (১ ডিসেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন ২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে সিলেট বিভাগে ১৩৪ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর আগে অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১০৯ জন। সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়েছিলেন ২৭ জন। ২ মাসের ব্যবধানে সিলেট বিভাগে ডেঙ্গুরোগী বেড়েছে ৪ গুণের বেশী।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। এরমধ্যে শুধু নভেম্বরে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৮ জনে। তবে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সিলেটে এবছর ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০৮ জন। এরমধ্যে সিলেটে ৭৩ জন, সুনামগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজাওে ২৪ জন এবং হবিগঞ্জে ১৬৭ জন। এছাড়াও নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকার আরও ৯জন সিলেটে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, সিলেট নগরীতে প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে মশক নিধন কার্যক্রম। বাজেট, ওষুধপত্র ও লোকবল সংকটের কারণে মশকনিধন কার্যক্রম বন্ধ থাকায় নগরে বাড়ছে মশার উৎপাত। এসবের মধ্যে মাঝে মাঝে এডিসের লার্ভা ধ্বংস করতে অভিযান চালাতো সিলেট সিটি কর্পোরেশন। অভিযানে শতকরা প্রায় ১৫ থেকে ২০ শতাংশ জায়গা মিলেছে এডিসের লার্ভা। কিন্তু গত ৪ মাস থেকে এই কার্যক্রমও পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে নগর এলাকায় বাড়ছে ডেঙ্গুঝুঁকি।
এদিকে যদিও সিলেটে চলতি মওসুমে ডেঙ্গুতে কারো মৃত্যুর রেকর্ড নেই। এরপরও সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। আক্রান্তদের মাঝে সিলেটের বাইরে যাওয়ার ট্রাভেল হিস্ট্রি যেমন আছে, তেমনি রয়েছে ট্রাভেল হিস্ট্রি নেই এমন রোগীও। ফলে ধারণা করা হচ্ছে আক্রান্তদের কেউ কেউ স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হতে পারেন। জানা গেছে, গত ১ সপ্তাহে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৬ জন। গত বুধবার (২৭ নভেম্বর) একদিনে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এছাড়া গত ১০ দিনে সিলেটে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। এছাড়া ২০ দিনে আক্রান্ত হয়েছেন ৯২ জন। আর নভেম্বর মাসের ৩০দিনে আক্রান্ত হয়েছে ১৩৪ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, সিলেটের বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৩ জন চিকিৎসাধিন আছেন। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলাপকালে জানা গেছে, সর্বশেষ জুলাই মাসে এডিসের লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা হয়েছিল। এরপর থেকে এই অভিযান বন্ধ রয়েছে। সিসিকের মেডিকেল অফিসার ডা. সুলতানা সিরাজী দৈনিক জালালাবাদকে বলেন, সিলেটে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধিন রোগীদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। আক্রান্তদের ট্রাভেল হিস্ট্রি ব্যাপারে জানতে চাইলে তার কাছে এই তথ্য নেই বলে জানান তিনি।
এ ব্যাপারে সিলেটের ডেপুটী সিভিল সার্জন ডা: জন্মেজয় শংকর দত্ত দৈনিক জালালাবাদকে জানান, সিলেটে ডেঙ্গু রোগী বাড়ছে ঠিকই তবে তা আশঙ্কাজনক নয়। এছাড়া আক্রান্তদের সকলেরই ট্রাভেল হিস্ট্রি রয়েছে। স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হওয়ার ব্যাপারে কোন তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই।