সিলেট যেনো মিছিলের নগরী
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৯:১১:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দীর্ঘ দেড় যুগের বেশী সময় পর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলন করেছে সিলেট জেলা জামায়াত। সকাল ১০টায় সম্মেলনের কার্যক্রম শুরু হলেও সকাল ৮টা থেকেই আলিয়া ময়দানে আসতে থাকেন নেতাকর্মী। বেলা বাড়ার সাথে বাড়তে থেকে উপস্থিতি। সম্মেলন শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আলিয়া মাঠ। সিলেট জেলার সকল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্ব স্ব ব্যানারে মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা। মুহুর্তেই জন স্রোত ছড়িয়ে পড়ে আলিয়া মাঠ থেকে রাস্তায়।
জানা গেছে, সর্বশেষ ২০০৫ সালে ৪ দলীয় জোট সরকারের আমলে আলিয়া মাঠে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ আয়োজন করেছিল সিলেট জামায়াত। সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালিন সরকারের শিল্পমন্ত্রী ও জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী। এরপর ২০০৯ সালে এই আলিয়া মাঠে টিপাঁইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে জনসভা করেছিল সিলেট জামায়াত। ঐ জনসভায় তৎকালিন আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী প্রধান অতিথি ছিলেন। এছাড়া ঐ জনসভায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর থেকে নগরীর বিভিন্ন স্থানে সভা সমাবেশ করলেও আলিয়া মাঠে কোন কর্মসূচী পালন করতে পারেনি জামায়াত। দীর্ঘ ১৮ বছরেরও বেশী সময় পর সেই আলিয়া মাঠে কর্মী সম্মেলন করেছে জামায়াত।
সম্মেলন ঘিরে জেলা জামায়াতের সকল উপজেলা ও পৌর শাখায় ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা হয়। প্রতিটি শাখা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। নগরীতে যানজটের বিষয়টি মাথায় রেখে সম্মেলনে আসা সকল গাড়ী রাখা হয় শহরের বাইরে। এরপর পায়ে হেটে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসেন আলিয়া মাদ্রাসায়।
সরেজমিনে দেখা গেছে, আলিয়া মাঠ পরিপূর্ণ হয়ে জন¯্রােত রাস্তায় ছড়িয়ে পড়লে উপস্থিত স্বেচ্ছাসেবকবৃন্দ আলিয়ার সম্মূখের একটি রাস্তা বন্ধ করেন। অপর রাস্তায় মানব দেয়াল তৈরী করে যানবাহন চলাচলের সুযোগ করে দেন। ফলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকলেও আলিয়ার আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়নি। বিষয়টি জনসাধারণের দৃষ্টি কাড়তে সক্ষম হয়।
প্রাইভেট কার নিয়ে পারিবারিক কাজে যাচ্ছিলেন জনৈক বেসরকারী চাকুরীজীবি। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকা সত্বেও তার যানবাহনটি নিরাপদে যেতে সহযোগিতা করছিলেন উপস্থিত স্বেচ্ছাসেবক। তাদেরকে ধন্যবাদ জানিয়ে ঐ চাকুরীজীবি বলেন এত মানুষ এরপরও যানজট নেই। বিষয়টি ভাবতেই অবাক লাগে। অথচ আমরা বিগত সময়ে দেখেছি এই মাঠে অনেক দলের কর্মসূচী হয়েছে। মাঠ খালি এরপরও ঐ এলাকায় যানবাহন পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে। এমন নেতাকর্মী দেশ পরিচালনায় দায়িত্ব পেলে দেশও শৃঙ্খলার মধ্যে থাকবে।