সিলেটে বিশিষ্টজনদের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ২:০০:২৮ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে গতকাল রোববার সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগের বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম ও কমিশনে সদস্য ছাত্র সমন্বয়কারী সাদিক আল আয়মানের উপস্থিতিতে সভায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী প্রারম্ভিক বক্তব্য তুলে ধরেন।
সংস্কার কমিশনের সদস্য নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম সংস্কারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে অংশীজনের মতামত কামনা করেন।
সভায় মতামতদানকারীরা এদেশের নির্বাচনে তত্ত্বধায়ক ব্যবস্থাকে স্থায়ী রূপ দান, নির্বাচনকালীন সময়ে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মোতায়েন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সরকারের প্রভাবমুক্ত রাখা, নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রশাসনিক, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং ও পোলিং অফিসারকে স্বাধীনভাবে কাজ করার জন্য শক্তিশালী করা, নির্বাচনে টাকার খেলা বন্ধ করা সহ বহু প্রস্তাব তুলে ধরা হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সাদিক আল আয়মান ছাত্র জনতার রক্তস্রোত গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন আশার সঞ্চার হয়েছে তা পুরোমাত্রায় ধরে রাখতে হলে নির্বাচন ব্যবস্থার সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেন।
উপস্থিত অংশীজনের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেটের ডিআইজি মো. মুশফেকুর রহিম, এসএমপি কমিশনার রেজাউল করিম, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবুর রহমান, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ফরিদুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, র্যাব-৯ এর সিইও লে. কর্ণেল আশিকুর রহমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন চেয়ারম্যানের পিএস (উপসচিব) নেসার আমিন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, দৈনিক সিলেটের ডাকে অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সিলেট মিরর সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, কলামিস্ট আফতাব চৌধুরী, শাবিপ্রবি সমন্বয়ক আবু সালেহ নাসিম প্রমুখ।