নগরীর কয়েকটি এলাকায় কাল বিদ্যুৎ থাকবেনা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৯:১৭:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সংস্কার কাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো- সিলেট দপ্তরের আওতাধীন ১১ কেভি লাইনের নোয়াপাড়া, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাহ্মণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি, ভাটা বাজার, উপরপাড়া, কোরবান টিলা, শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজিবির তৎসংলগ্ন এলাকা এবং ১১ কেভি বোরহান উদ্দিন, মুক্তিরচক ও সেনপাড়া ফিডারের আওতাধীন মন্দিবাগ, মাছিমপুর রোড, কুশিঘাট, নোয়াগাও, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, মুরাদপুর, সোনাপুর, নয়াবস্তি, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকা।