আকাশ মেঘলা, আবহাওয়া কুয়াশাচ্ছন্ন
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৯:৪৬:২২ অপরাহ্ন
ভরা শীতে বেরসিক সাগর!
স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া তার চিরাচরিত রূপ পাল্টেছে। ভরা শীতের এ সময়ে সাগর যেন বেরসিক হয়ে উঠেছে। হিমালয় পেরিয়ে আসা হিমশীতল বাতাসকে আটকে দিতে বঙ্গোপসাগর থেকে মেঘমালা আসছে দেশের আকাশে। শনিবার সকাল থেকেই সিলেটের আকাশ মেঘলা, আবহাওয়া কুয়াশাচ্ছন্ন। রোদ ওঠেনি। শীতের আমেজে দিনভর কেটেছে মানুষের। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর অবস্থান যদিও অনেক দূরে, তবু এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে শনিবার কিছুটা বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তিন দিন ধরে এটি সাগরে অবস্থান করায় প্রচুর মেঘমালা তৈরি হচ্ছে। দেশের উপকূলীয় এলাকায় আজ শুরু হওয়া বৃষ্টি আজ রোববারও দেশের বিভিন্ন স্থানে চলতে পারে। বিভিন্ন স্থানে দিনের আকাশ মেঘ ও কুয়াশায় ঢেকে যেতে পারে। তবে সিলেটে বৃষ্টির সম্ভাবনা কম।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শীতকালে স্থানীয় উৎস এবং সাগর থেকে মেঘ সৃষ্টি হতে পারে। ফলে সামান্য হলেও শীতকালে বৃষ্টি হয়ে থাকে। তবে সাগরের সুস্পষ্ট লঘুচাপের কারণে ওই বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। বৃষ্টি ও মেঘ চলে যাওয়ার পর ধীরে ধীরে আবারও শীত বাড়তে পারে।
আবহাওয়া দপ্তর বলছে, এরই মধ্যে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় সারা দেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। দেশের কোথাও গতকাল শৈত্যপ্রবাহ ছিলোনা। মানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপর রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ দশমিক ৭ ডিগ্রী।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, আজ রোববার থেকেই এই মেঘলা আকাশ এবং বৃষ্টিও কমে যাবে। তবে মঙ্গলবারের দিকে আবারও খানিকটা বৃষ্টি হতে পারে। এদিকে, কুয়াশা বেড়ে যাওয়ায় ছুটির দ্বিতীয় দিন শনিবারও বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শনিবার দুপুর ১২টার দিকে আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২৮৯। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। সিলেটের বায়ুরমানও ১১৬ এর কাছাকাছি ছিলো বলে জানা গেছে, যা অস্বাস্থ্যকর।
গতকাল বিশ্বে বায়ুদূষণে ৪২৫ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে আছে ভারতের দিল্লি। আর ৩৫২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।