নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইষ্ট লন্ডন শাখার প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৭:৩২:০০ অপরাহ্ন
লন্ডনে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের বেথনাল গ্রিন কফি কর্ণার হল রুমে সংগঠনটির ইষ্ট লন্ডন শাখার উদ্যোগে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’ ইষ্ট লন্ডন শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে, লন্ডন মহানগর শাখা সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী ও ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট মহানগর সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী রায়হান আহমেদ, তাজুল ইসলাম, জামাল উদ্দিন আহমেদ, সাবের আহমদ, লন্ডন মহানগর শাখার সভাপতি আশরাফ আহমেদ, ই.আর.আইয়ের সহ-সভাপতি মোঃ হাসনাত আল হাবিব।
মানবাধিকার কর্মী আশরাফুল আলমের কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের ইষ্ট লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক রাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক জাবের হুসাইন, সাজিদুর রহমান সোহান, মোহাম্মদ মাজেদ হুসেন, মোঃ মাহিম আহমেদ, মো: সিরাতুল ইসলাম আবির, মাহমুদুল হাসান ও আদিল আহমেদ।
উপস্থিত ছিলেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে কেন্দ্রীয় সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারি আরিফ আহমদ, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মিনহাজ উদ্দীন খান, মোঃ আমিনুর রহমান, অর্থ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো: ছাবিদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফজল আহমদ, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী ফারিয়া আক্তার সুমি ও কেন্দ্রীয় সহ-মহিলা সম্পাদিকা নাদিয়া ফাতেমা, ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাছিত রাজু, সাবেক ছাত্রশিবির নেতা আমিনুল ইহসান শাকির, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আব্দুল কাদির জিলানী, আব্দুল ওয়ালী শামীম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মমিন হোসেন, ফাহাদ আহমদ নিশাত, এমদাদুল হক, হুমায়ুন আহমদ ও আব্দুল মহিত প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিস্টরা সমঝোতা করে বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করে ষড়যন্ত্র, গুপ্ত হত্যা, দখল ও চাঁদাবাজি করছে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নমনীয়তায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। একটি মহল বাংলাদেশে ফের আওয়ামীলীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। তাদের এই স্বপ্ন জনগণ বাস্তবায়ন করতে দিবে না। বিজ্ঞপ্তি