সিলেটে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং শুরু
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে সোমবার সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কমবাইন্ড টহল চালু হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে সিলেটেও আনুষ্ঠানিকভাবে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চালু করা হয়।
মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর বিমানবন্দর রোডে লাক্কাতুরা হতে সিলেট ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। পাশাপাশি সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টেও চালু হয় যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং।
পেট্রোলিং চলাকালে সড়কে চলাচল করা সন্দেহজনক সকল যানবাহনে তল্লাশি করা হয়। মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় যৌথ বাহিনীর টহল চলমান রয়েছে বলে এসএমপি সূত্রে জানা গেছে।