সিলেটি ভাষায় যাত্রা শুরু উইকিপিডিয়ার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৮:০১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সিলেটি ভাষায় উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়েছে। সিলেটি উইকিপিডিয়া গত বুধবার থেকে উন্মুক্ত করা হয়েছে। এই সংস্করণে নিবন্ধগুলো লিখতে ব্যবহার করা হচ্ছে নাগরি লিপি।জানা যায়, সিলেটি ভাষায় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া তৈরি করার জন্য ২০১৪ সালের ১২ জুন মেটা-উইকিতে একটি প্রস্তাব দেয়া হয় এবং উইকিমিডিয়া ইনকিউবেটরে সিলেটি উইকিপিডিয়ার একটি পরীক্ষামূলক সংস্করণ তৈরি করা হয়।
মেটা-উইকিতে দেওয়া প্রস্তাবনাটি ২০১৯ সালের ১৪ জুন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাষা কমিটি কর্তৃক যাচাই করা হয় এবং ইনকিউবেটরের পরীক্ষামূলক সংস্করণটি সিলেটি ভাষায় উইকিপিডিয়ার মূল সংস্করণ হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়।
তারপর চলতি বছরের ১৪ ফেব্রুরারি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড এবং ভাষা কমিটি সিলেটি ভাষায় উইকিপিডিয়া চালু করার অনুমোদন দেয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিলেটি উইকিপিডিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সাইট লিংক https://syl.wikipedia.org
বুধবার বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেইজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘সিলেটি উইকিপিডিয়া নতুন প্রকল্প হিসেবে বুধবার থেকে যাত্রা শুরু করেছে। নতুন প্রকল্পের অবদানকারীদের অভিনন্দন’।
সিলেটি উইকিপিডিয়ার আনুষ্ঠানিক সূচনা সিলেটি ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিলেটি ভাষা, যা বাংলাদেশের সিলেট বিভাগ এবং ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকা ও হোজাই জেলায় প্রচলিত, প্রায় ১ কোটি ১৮ লাখ মানুষের মাতৃভাষা। এই ভাষার নিজস্ব লিপি ‘সিলেটি নাগরি’ হলেও, বর্তমানে বাংলা লিপি ব্যবহৃত হয়।সিলেটি উইকিপিডিয়া প্রকল্পটি সিলেটি ভাষার সমৃদ্ধ সাহিত্য, ইতিহাস এবং সংস্কৃতিকে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছে। এটি সিলেটি ভাষাভাষীদের জন্য জ্ঞান আহরণ ও বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।
উইকিপিডিয়ার মতো উন্মুক্ত জ্ঞানভা-ারে সিলেটি ভাষার অন্তর্ভুক্তি ভাষার বৈচিত্র্য ও বহুমুখীতাকে সমৃদ্ধ করবে এবং সিলেটি ভাষার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সহায়তা করবে।
সিলেটি উইকিপিডিয়ার সূচনা সিলেটি ভাষা ও সংস্কৃতির প্রতি বিশ্বব্যাপী আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, সিলেটি ভাষাভাষীদের মধ্যে গর্ব ও ঐক্যবোধ জাগিয়ে তুলবে।