নতুন দলের যুগ্ম মূখ্য সমন্বয়ক সিকৃবির গোলাম মর্তুজা
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ঘঈচ) এর যুগ্ম মূখ্য সমন্বয়ক হয়েছেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করেন তিনি। এর আগে বিকেল চারটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। পরে সন্ধ্যায় দলটির আত্মপ্রকাশ হয়। নতুন এ দলের নাম ঘোষণা করেন জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার।
এ ব্যাপারে কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম বলেন, বাংলাদেশের মানুষকে স্বৈরাচার সরকারের হাত থেকে রক্ষা করতে ছাত্রদের নেতৃত্বে ডাকা অভ্যূত্থানে সাড়া দিয়েছিল দেশের সর্বস্তরের জনগণ। যে কাজটি দীর্ঘ পনেরো বছর ধরে কোন রাজনৈতিক দল করতে পারেনি সেটি জনগনকে সাথে নিয়ে ছাত্ররা করে দেখিয়েছে। দেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্খা প্রতিফলন ঘটাতে আমাদের এ দলের যাত্রা।
তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি (ঘঈচ) এ যুগ্ম মুখ্য স্বমন্বয়কের দায়িত্ব পেয়েছি। নতুন দলের প্রতি দেশের মানুষের চাওয়া বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশ পন্থী এ দল দেশের মানুষের জন্য কাজ করে যাবে। দেশের মানুষকে আর বিভাজিত করতে চাই না, দেশের মানুষের কল্যানে জনআকাঙ্খা বাস্তবায়ন করতে চাই।
গোলাম মর্তুজা সেলিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি কৃষি সম্প্রসারণ বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত। এরআগে তিনি জাতীয় নাগরিক কমিটির কৃষি সেল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জুলাই অভ্যুত্থানের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেন।