নগরে স্বস্তির বৃষ্টি : হালকা ঝড়ে বিদ্যুৎহীন নগরী
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ১০:০৭:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শীত বিদায়ের পর থেকে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কয়েক দফায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এক মাসেরও বেশী সময় ধরে বৃষ্টির দেখা পায়নি সিলেট। ফলে তাপমাত্রা ক্রমশই বাড়ছে। রমজানে এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষায় সিলেটের মানুষ। অবশেষে ইফতারের পরপরই নগরে নামে স্বস্তির বৃষ্টি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সিলেটে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। যা স্থায়ী ছিলো প্রায় আধাঘন্টা। বৃষ্টির সাথে স্বস্তি নেমেছে সিলেটে। কমে এসেছে গরমের রেশ। তবে বৃষ্টির সাথে হালকা ঝড়ের আগমনে বিদ্যুৎহীন হয়ে পড়ে নগরীর বিভিন্ন এলাকা। ঝড়-বৃষ্টি শুরুর সাথে সাথে নগরের বিভিন্ন স্থানে চলে যায় বিদ্যুৎ। কয়েক দফা চালুর চেষ্টা হলেও স্থায়ী হয়নি। ফলে তারাবির নামাজে থাকা মুসল্লীগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
এই রিপোর্ট লেখা (রাত ১০টা) পর্যন্ত নগরীর বন্দরবাজার, জিন্দাবাজারসহ কয়েকটি স্থানে বিদ্যুত ছিলনা। এ ব্যাপারে জানতে বিদ্যুৎ বিভাগের একাধিক নাম্বারে কল দিলেও কেউ রিসিভ না করায় বিদ্যুৎ চলে যাওয়ার কারণ জানা সম্ভব হয়নি।