অগ্নিঝরা মার্চ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ১২:৩০:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ ১৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনেও অব্যাহত ছিল অসহযোগ আন্দোলন। এরই মাঝে আলোচনার নামে প্রহসন শুরু করেন ইয়াহিয়া। শেখ মুজিবের সাথে আড়াই ঘন্টার বৈঠকে কোনো ফল হলো না। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে পাকিস্তানি শাসক গোষ্ঠী। ফুঁসে উঠলো বাংলার মানুষ। রাজপথে মিছিল সমাবেশে মুখর ছিলো পুরো দিন।
অসহযোগ আন্দোলনে মাঠে ময়দানে সভা আর সমাবেশে ছিল মানুষের বিচরণ। পাকিস্তানিদের দেয়া খেতাব বর্জনের মধ্য দিয়ে ঢাকার রাজপথে জোরালো হয় তাদের প্রতিবাদ। যার যার জায়গা থেকে প্রতিবাদমুখর সবাই। সবার দাবি একটাই -হয় ক্ষমতা বুঝিয়ে দাও, নইলে দাও স্বাধীনতা।
১৬ মার্চ রাজপথ জুড়ে যেন ছিল শিল্পীদের সমাবেশ। শিল্পীর তুলি কিংবা লেখক-কবির কলম, স্বাধীনতার প্রশ্নে এই অস্ত্রগুলো ব্যবহার করেও এগিয়ে যায় আন্দোলন। মার্চের দিনগুলি এভাবেই এগুতে থাকে বিজয়ের দিকে।