হবিগঞ্জে র্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ১২:৪৪:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার চৌমুহনী এলাকায় ৫০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাব সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ ২০২৫ (শনিবার) রাত ১১:৩০ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আনোয়ার হোসেন ওরফে ননাই (৩২), পিতা-আব্দুল জাহের, সাং-গন্ধবপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।