ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি হলে করণীয়
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৫, ২:৫১:৫২ অপরাহ্ন

তবে মাত্রাতিরিক্ত খাওয়া মানেই শরীরের জন্য বাড়তি চাপ। হজমের সমস্যা, পেটের অস্বস্তি বা শ্বাসকষ্ট—এসব হয়ে উঠতে পারে বিরক্তির কারণ। তবে ঈদের আয়োজনে যদি খাবার একটু বেশিই হয়ে যায়, তাহলে কিছু সহজ উপায়ে শরীরকে স্বস্তি দেওয়া সম্ভব।
ঈদে অতিরিক্ত খেয়ে ফেললেও অস্বস্তি দূর করতে মানতে হবে কিছু পরামর্শ। চলুন জেনে নেওয়া যাক-
ঈদের আয়োজনে সুস্বাদু খাবার দেখে বেশি খেয়ে ফেলাটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত খাওয়ার পর যখন পেট ভার হয়ে আসে, তখনই শুরু হয় অস্বস্তি। তাই দ্রুত স্বাভাবিক বোধ করতে কিছু জরুরি পদক্ষেপ নিতে পারেন।
১. অতিরিক্ত খাওয়ার পর গরম ও ভিড় এড়িয়ে ঠান্ডা জায়গায় বসুন। শরীর ও পাকস্থলী একটু স্বস্তি পাবে।
২. খাবারের পরপরই শুয়ে না থেকে ধীরে ধীরে হাঁটুন। এতে হজমশক্তি বাড়বে এবং পেটের ভার কম অনুভূত হবে।
৩. বেশি খাওয়ার ফলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। তাই একটু পরপর অল্প অল্প করে পানি পান করুন, তবে একসঙ্গে অনেকটা নয়।
৪. সফট ড্রিংক খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আরও বাড়তে পারে, পেট ফোলা লাগবে এবং অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে।
৫. যদি খুব বেশি অস্বস্তি লাগে, তাহলে খাবারের অন্তত ৩০ মিনিট পর একটি গ্যাসের ওষুধ খেতে পারেন। তবে অতিরিক্ত ওষুধ না খাওয়াই ভালো।
৬. যদি মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা বমি আসছে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
ঈদ আনন্দের উৎসব তবুও খাবারে সংযম থাকলে এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে। তাই পরিমিত খাওয়ার অভ্যাস করুন। শরীরকে সুস্থ রাখুন।