সিলেটে লালগালিচা দেখে পুলিশের উপর ক্ষেপলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৪:১৮:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা বিছানো দেখে পুলিশ সদস্যদের ওপর ক্ষোভ ঝেড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, এগুলো (লাল গালিচা) না রাখতে বলার পরেও কেন রাখা হলো? এগুলো এখনি উঠিয়ে ফেলো। যেগুলো করতে নিষেধ করি, তোমরা সেগুলোই করো। এ সময় পুলিশ কমিশনারের খোঁজ করতেও দেখা যায় তাকে। পরে উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এদিকে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে আর কোনও মব সহ্য করা হবে না। থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে। এ সময় মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেয়ারও আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ‘ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে।’
‘এ ক্ষেত্রে তারা কার আত্মীয়, কার স্বজন- এসব কোনোকিছুই বিবেচনা করা হচ্ছে না। যে অন্যায় করেছে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে,’ বলেন তিনি।
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।’ এসব ঘটনার ক্ষেত্রে সংবাদকর্মীদের সত্যি ঘটনা তুলে ধরারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেয়া হয়েছে। তবে সে বিষয়ে এখনও নতুন কোনো তথ্য নেই।