মৌলভীবাজারে একতা মেধা অন্বেষণ পরীক্ষার সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৫, ৮:১১:৫৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের একতা স্পোর্টিং ক্লাব (এস্পোক) এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। রোববার ক্লাবের সভাপতি মো. এবাদুল হক দুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক গাজী আবেদ ও পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমদ যৌথ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, শিক্ষানুরাগী সৈয়দ আক্তার হোসেন বাবু ও ফাহিম উদ্দিন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক শেখ মো. আজাদুর রহমান, সাবেক শিক্ষক খয়রুল হক চৌধুরী, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এ বৎসর ১০২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।