কমলগঞ্জে ক্রিকেট একাডেমির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৫, ৮:৩০:২২ অপরাহ্ন

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (0.39166665, 0.39166665);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির উদ্বোধন হয়েছে। শুক্রবার কমলগঞ্জের তিলকপুর মাঠে বিকেলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশে (কোয়াব) মৌলভীবাজার এর সভাপতি হাসান আহমেদ জাবেদ একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক গোলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোয়াব মৌলভীবাজারের সহ সভাপতি মাহবুব ইজদানী ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মামুনুর রশীদ, সাবেক কমলগঞ্জ পৌর কাউন্সিলর জামাল আহমেদ, সুপিএএম মৌলভীবাজারের সভাপতি ফয়েজ উর রহমান সুহেল, কোয়াব মৌলভীবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক কাজী মাহমুদ আলী, ক্রীড়া সংগঠক মহেন্দ্র সিংহ ও মাহিদুল ইসলাম প্রমুখ।