বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৬:০৪:১৫ অপরাহ্ন
নিজস্ব সংস্কৃতি, কবিতা পাঠ ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের ৫০তম সুবর্ণজয়ন্তী উৎসব। শুক্রবার বিকেলে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের হলরুমে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক এল প্রশান্ত কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তীপ কুমার সিংহ, বিশিষ্ট সাংবাদিক ও সিলেট মিরর-এর সম্পাদক আহমেদ নূর এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকর, নীহার রঞ্জন শর্মা ও কে এইচ সমেন্দ্র সিংহের যৌথ সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা, গবেষক ও বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম, কে এম চন্দ্র মোহন সিংহ এবং এম বীরেন্দ্র সিংহ। এছাড়াও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ উদ্দিন, শিক্ষক নাসিমা চৌধুরী, বামাসাস কমলগঞ্জ শাখার সভাপতি এল ইবুংহল সিংহ শ্যামল এবং বিশগাঁও শাখার সহ-সভাপতি শেরাম অঞ্জন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত কবি সম্মেলনে সভাপতিত্ব করেন কবি রওশন আরা বাঁশী খুৎহৈবম এবং সঞ্চালনা করেন কবি অয়েকপম অঞ্জু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুমন বণিক ও কবি রাহনামা শাকীর চৌধুরী। সম্মেলনে মণিপুরি ও বাংলা ভাষার প্রায় অর্ধশতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা বলেন, পঞ্চাশ বছরের এই পথচলা শুধুই একটি সময়ের হিসাব নয়, এটি একটি জাতির ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের দৃঢ় অভিব্যক্তি। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ যে আলোকবর্তিকা প্রজ্বলন করেছে, তা আগামী প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে সংযোগ রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। বক্তারা বাংলাদেশে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সংসদের ৫০ বছরের ঐতিহাসিক পথচলায় আন্তরিক শুভেচ্ছা জানান। সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর পরিবেশিত হয় দুটি কোরাস সংগীত এবং একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস (এমকা)-এর শিল্পীদের পরিবেশনায় মণিপুরি নৃত্য। সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলন ‘মৈরা’-র ৬৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। একইসাথে মোড়ক উন্মোচন করা হয় সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকরের ‘মানুষ তুমি’ দ্বিতীয় কাব্যগ্রন্থ। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখক, গবেষক, সাংস্কৃতিককর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি