সিলেটে এলপিজি বিক্রয়ে নানা অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৬:২৬:০২ অপরাহ্ন
অনিয়ম দুর না করলে বৃহত্তর কর্মসূচীর হুঁশিয়ারী
সিলেট বিভাগের কিছু ফিলিং স্টেশন ‘ক্রস ফিলিং’ এর মাধ্যমে এলপিজি গ্যাস বেআইনীভাবে বিক্রয়ের অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ক্রেতা ও অনুমোদিত ডিলারগণ। অভিযোগে বলা হয়, ঐসব ফিলিং স্টেশনগুলো নানা কারসাজিতে সিলিন্ডারে ওজনে কম গ্যাস দিয়ে থাকে। ‘সিলেট এলপিজি ডিষ্ট্রিবিউটরস এসোসিয়েশন’ এর নেতৃবৃন্দ বলেছেন, শীগ্রই এই অনিয়ম দুর না করলে তারা বৃহত্তর কর্মসূচী দিবেন এবং এর দায় নিতে হবে ঐ সব এলপিজি কোম্পানীগুলোকে। তারা বলেন, গ্রাহকগণ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। অনুমোদিত ডিলারগণও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে এলপিজি গ্যাস ‘ক্রস ফিলিং’ এর মাধ্যমে বিক্রয় সম্পূর্ণ বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। নেতৃবৃন্দ বলেন, সিলেটের যেসব পাম্প বেআইনীভাবে সিলিন্ডারে গ্যাস বিক্রয় করে ঐসব পাম্পকে লিকুয়িড সরবরাহ বন্ধ করতে হবে।
এলপিজি ডিলাররা জানান, কেবলমাত্র রেজিষ্ট্রার্ড ডিলারগণই সিলিন্ডারে করে খুচরা দোকানীর কাছে বিক্রয়ের আইনী বৈধতা রয়েছে। কিন্তু সেই আইন ভঙ্গ করে কিছু ফিলিং স্টেশন রমরমা ব্যবসা করছে। এতে কোম্পানী নির্ধারিত দামে প্রকৃত ডিলারগণ তাদের বরাদ্দকৃত এলপিজি বিক্রয় করতে পারেন না। এ নিয়ে সংশ্লিষ্ট ডিলারদের মধ্যে অসন্তেষ ও ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতে গত শনিবার নগরীর একটি হোটেলে ‘সিলেট এলপিজি ডিষ্ট্রিবিউটরস এসোসিয়েশন’ ও সিলেটে ১২ টি বেসরকারী এলপিজি কোম্পানীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐসব ফিলিং স্টেশনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ আরো জানান, সিলেট জেলার সকল এলপিজি ডিষ্ট্রিবিউটরদের আগামী মাস হতে ২৫-৩০ ভাগ বিক্রয়ের টার্গেট কমাতে হবে। বিক্রয়ের মনগড়া টার্গেট দিলে চলবেনা। প্রতি মাসে একই রেটে গ্যাস সরবরাহ করতে হবে। একই মাসে গ্যাসের মূল্য-হ্রাস বা বৃদ্ধি করা যাবেনা। ‘ক্রস ফিলিং বন্ধের জন্য সরকারী নিয়ম মেনে ১২ কেজির সাথে সামঞ্জস্য রেখে ৩৫ ও ৪৫ কেজি গ্যাসের মূল্য নির্ধারণ করতে হবে।
তারা বলেন, সরকার মাসের যে তারিখে নতুন মূল্য নির্ধারণ করবে কোম্পানীগুলোকেও ঐ তারিখে গ্যাসের মূল্য কার্যকর করতে হবে। এলপিজি গ্যাস কোম্পানীর প্রতিনিধিগণ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ব্যবস্থা করবেন বলে সভায় আশ^স্থ করেন।
সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিবিউটার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান। এলপিজি‘র বেসরকারী বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের মধ্যে ইউনি গ্যাস কোম্পানীর ম্যনেজার একরামুল কবির, ফ্রেস গ্যাসের ম্যনেজার শরিফুজ্জামান, জেএমআই গ্যাসের সিনিয়র ম্যনেজার সারোয়ার আলম, এসোসিয়েশনের সহ সভাপতি কামাল হোসেন ভূইয়া, উপদেষ্টা রেজাউল হাসান জাকারিয়া, সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি