এসএমপি কমিশনার এখন অতিরিক্ত আইজিপি
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৯:৩২:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পদোন্নতি পেলেন সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা। তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ করা হয়েছে। গত ৮ মে সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৫তম সভায় এ পদে পদোন্নতির সুপারিশ করা হয় মোট ১২ জনকে। এরমাঝে রয়েছেন এসএমপি কমিশনার। এই সুপারিশ গত ১৭ মে অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।
গত বছরের ৫ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নেন মো. রেজাউল করিম। এদিকে, মো. রেজাউল করিম ছাড়ও আরো ১১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে ১২ কর্মকর্তাকে পদোন্নতি প্রদানে সুপারিশ করে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।
পদোন্নতি প্রাপ্তরা হলেন- অ্যাডিশনাল আইজি চলতি দায়িত্ব মোহাম্মদ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন, চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ, ঢাকা সিআইডি ডিআইজি গাজী জসিম উদ্দিন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, সিলেট এসএমপির পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি চলতি দায়িত্ব খন্দকার রফিকুল ইসলাম, পিবিআই এর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ ও রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিন।