বড়লেখায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ৭:২০:১৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। প্রশিক্ষণে সরকারি বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার এবং থানার ওসি মো. আবুল কাশেম সরকার।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে মরণব্যাধি কান্সারসহ মানুষের মারাত্মক ক্ষতির দিকগুলো ব্যাপকভাবে তোলে ধরতে হবে। একমাত্র গণসচেতনতার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যেতে পারে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার।