রাষ্ট্রের স্বার্থে সবাইকে এক হতে হবে : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৭:২৮:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন রাষ্ট্রের স্বার্থে সবাইকে এক হতে হবে। সবার আগে রাষ্ট্রের কল্যাণের দিকে নজর দিতে হবে। এজন্য সবার ঐক্যবদ্ধতার প্রয়োজন। নইলে আমরা আবার পেছনে চলে যেতে হবে। চব্বিশের অভ্যুত্থানে সবাই ব্যক্তি স্বার্থ ও ক্ষতির চিন্তা না করে রাষ্ট্রের প্রয়োজনে এক হয়েছিলেন। তাই ব্যক্তি স্বার্থ ও ক্ষতির উর্ধ্বে চিন্তা করে রাষ্ট্রের প্রয়োজনে চিন্তা করতে হবে এবং এক থাকতে হবে।
তিনি বুধবার সিলেট সার্কিট হাউসে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে একথা বলেন। এর আগে শুরুতে তিনি চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ এটিএম তুরাবসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহত ও অভ্যুত্থানে যারা অবদান রেখেছেন তাদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার। এতে তিনি উল্লেখ করেন ছাত্র-জনতা বুকের রক্ত ঢেলে বাংলাদেশের জন্য নবযুগের সূচনা করেছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ আবারও নতুন করে জেগে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে।
চব্বিশের অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মূল প্রবন্ধে বলা হয় এ আন্দোলনে মূলধারার গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভার্চুয়াল গণমাধ্যম যুগান্তকারী ভূমিকা রাখে। পতিত আওয়ামী সরকারের উল্লেখযোগ্য সহযোগী ছিল দেশের বিভিন্ন গণমাধ্যম, সেই সরকারের সহযোগী হয়ে উস্কানিমূলক সংবাদ প্রচারে সোচ্চার ছিল। চব্বিশের জুলাই-আগস্টে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ফ্যাসিবাদের পতন আন্দোলনে রূপ নেয় তখনও দেশের হলুদ মিডিয়াগুলো স্বৈরাচারী সরকারের পক্ষে নির্লজ্জ ভূমিকা পালন করে। এসময় প্রবন্ধে সেই সময়কার কিছু গণমাধ্যম এবং সংবাদ কর্মীদের নাম ও পদবি উল্লেখ করে তাদের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করেন। প্রবন্ধের শেষদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের ২০ প্রস্তাব নিয়ে আলোচনা করেন।
প্রবন্ধ শেষে উপস্থিত সাংবাদিকরা মুক্ত আলোচনায় অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি ও আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বাসসের সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নূর আহমদ, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, নিউ এইজের স্টাফ করস্পন্ডেন্ট মনিরুজ্জামান মনির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল।