স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলেছে এন্টিবায়োটিক’র রেজিস্ট্যান্স
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৮:৩০:০০ অপরাহ্ন
জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক এর রেজিস্ট্যান্স আজ সারা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে, যার ফলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও জটিল হয়ে পড়েছে। জীবানুর এন্টিবায়োটিক এর বিরুদ্ধে প্রতিরোধ আজকের যুগে চিকিৎসা ব্যবস্থাকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।
২০ মে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে জীবানুর এন্টিবায়োটিক প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত ওয়ার্কশপে বক্তারা এ কথা বলেন।
কলেজের দ্বিতীয় তালার সেমিনার কক্ষে ‘ক্লিনিক্যাল এনগেজমেন্ট এন্ড এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ শিরোনামে আয়োজিত ওয়ার্কশপে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ জিয়াউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার উমর রাশেদ মুনির। এছাড়াও সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক ও সর্বস্তরের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট প্রোগ্রাম, সিডিসি, ডিজিএইচএস, ফ্লেমিং ফান্ড কান্ট্রি গ্রান্ড বাংলাদেশ, মাইক্রোবায়োলজি বিভাগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে একটি সাইলেন্ট প্যান্ডেমিক হিসেবে আখ্যায়িত করা হয়। সভায় ২০২৪ সালে সিলেট বিভাগের বিভিন্ন নমুনা সমূহে জীবাণুর সংক্রমণ ও রেজিস্টেন্স চিত্র তুলে ধরা হয়। স্বাগত বক্তব্যে বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার প্রেমানন্দ দাশ মাইক্রোবায়োলজি বিভাগে সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানসম্পন্ন মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব সম্পর্কে সবাইকে অবহিত করেন যা ভবিষ্যতে রোগ নির্ণয় ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তথ্যচিত্রের মাধ্যমে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স, বিশ্ব এবং সিলেটের সার্বিক অবস্থা উপস্থাপন করেন ডাক্তার শামসাদ রব্বানী খান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, রোগ নিয়ন্ত্রণ, ডিজিএইচএস, প্রফেসর জাকির হোসেন হাবিব, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আইডিসিআর, ডাক্তার মোঃ আহাদুজ্জামান, প্রভাষক মাইক্রো বায়োলজি বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, ডাক্তার নুরে আলম সিদ্দিকী, টেকনিক্যাল লিড ফ্লেমিং ফান্ড কান্ট্রি গ্রান্ড বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার উমর রাশেদ মুনির এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ জিয়াউর রহমান চৌধুরী মাইক্রো বায়োলজিক্যাল ল্যাব এর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার রুবানা আফরোজ ও ডাক্তার শারমিন খন্দকার। বিজ্ঞপ্তি