পুশ ইন করা সকল ভারতীয়কে ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৯:৩০:৩৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সমসাময়িক ইস্যুতে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘পুশ ইনের বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে। বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না হয়। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি।’
আওয়ামী লীগের সময়ে স্বাক্ষরিত ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘স্থলবাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে।’
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের বিষয়ে তিনি বলেন, ‘তিনি নিজেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। দু-একদিনের মধ্যে তিনি চলে যাবেন।’ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী মো. সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।