ক্ষুধার্ত গাজাবাসীর ওপর গুলিতে নিহত ৩১
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৭:০৭:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় দীর্ঘদিনের অবরোধে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এরমধ্যে প্রতিদিন চলছে দখলদার ইসরায়েলের নির্বিচারে হত্যাযজ্ঞ। এ অবস্থায় ক্ষুধার্ত গাজাবাসী মৃত্যু ভয় উপেক্ষা করে পার্শ্ববর্তী ত্রাণ বিতরণকেন্দ্রগুলোতে ভীড় করছেন প্রায়ই। কিন্তু ইসরায়েলি বাহিনী সেখানেও গুলি চালিয়ে খাবারের অপেক্ষায় থাকা গাজার অসহায় মানুষদের হত্যা করছে।
বুধবার নেটজারিম করিডোরের কাছে একটি ত্রাণকেন্দ্রে কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন খাবারের অপেক্ষায়। হঠাৎ ইসরায়েলি সেনারা তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। তৎক্ষণাৎ সেখানে অন্তত ২৫ জন নিহত হন। আহত হন আরও শতাধিক। পরে এ ঘটনায় অন্তত ৩১ জনের নিহতের খবর পাওয়া গেছে।
সকালে গাজা সিটির দক্ষিণে তথাকথিত নেটজারিম করিডোরের কাছে একটি খাদ্য বিতরণকেন্দ্রে বর্বর এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ইসরায়েলি সেনারা তাদের ওপর স্নাইপার অথবা ড্রোন দিয়ে গুলি চালিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এছাড়াও বুধবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে অবস্থিত আল-কারারা শহরের কাছে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলা হয়েছে। এতে কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নাসের হাসপাতালের একটি সূত্র আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। খাবার নিতে আসা একজন আহত ব্যক্তি বলেন, ‘আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ তারা আমাদের ওপর গুলি চালিয়েছে। আমরা কিছুই বুঝতে পারিনি। এখন আমরা খাবার ছাড়াই চলে যাচ্ছি।’
এদিকে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফলে ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোত্রিচ উভয়ই যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ হবেন। দেশটিতে থাকা তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভির সহিংসতা ও ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উস্কে দিয়েছেন।
প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, এটা অত্যন্ত আপত্তিকর যে, নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের এ ধরনের ব্যবস্থার সম্মুখীন হতে হচ্ছে। স্মোত্রিচ এবং বেন-গভির উভয়ই গাজায় যুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানের জন্য সমালোচিত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৯৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১ লাখ ২৬ হাজার ৯২০ জন।